Search
Close this search box.
Search
Close this search box.

helicopter-crashনিউ ইয়র্কে হেলিকপ্টার বিধ্বস্তে কমপক্ষে দুইজন নিহত হয়েছে। রোববার নিউ ইয়র্ক সিটির ইস্ট রিভারে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। শহরের মেয়রের মুখপাত্র এরিক ফিলিপস এক টুইট বার্তায় জানিয়েছেন, দুর্ঘটনায় একজন বেঁচে গেছেন এবং আরও দু’জন নিহত হয়েছেন। খবর বিবিসি।

ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ইউরোকপ্টার এএস-৩৫০ রোসভেল্ট আইল্যান্ডে স্থানীয় সময় রোববার সন্ধ্যা সাতটার দিকে বিধ্বস্ত হয়েছে। কপ্টারটি বিধ্বস্ত হওয়ার আগে পানিতে আছড়ে পড়ে।

chardike-ad

ইউরোকপ্টার এক ইঞ্জিন বিশিষ্ট হেলিকপ্টার। এতে একই সময়ে ছয়জন আরোহীকে বহন করা যায়। তবে দুর্ঘটনার সময় কপ্টারটিতে কয়জন আরোহী ছিলেন তা নিশ্চিত নয়। ফেডারেল এভিয়েশন অ্যাডমিন্সট্রেসন (এফএএ) জানিয়েছে, তারা ওই দুর্ঘটনার তদন্ত করছে।