Search
Close this search box.
Search
Close this search box.

us bangla bimanনেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে (টিআইএ) ইউএস-বাংলা এয়ারলাইন্সের যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হওয়ার পেছনে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না বলে জানিয়েছে ইউএস বাংলা কর্তৃপক্ষ। যদিও সংস্থাটির কোনো দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ করতে রাজি হননি।

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, ত্রিভুবন বিমানবন্দরটি একটি ঝুঁকিপূর্ণ বিমানবন্দর। যদিও এ দুর্ঘটনায় বিমানের কোনো টেকনিক্যাল ফল্ট ছিল না। ধারণা করা হচ্ছে পাইলট ল্যান্ডিংয়ের সময় গতি কন্ট্রোল করতে না পারায় এটি ছিটকে পড়ে। পাইলট ক্রুসহ ৬৭ জন চেক ইন করে বিমানে উঠেছিল।

chardike-ad

তিনি আরও বলেন, কিছুক্ষণের মধ্যে আমাদের ২০ সদস্যের একটি বিশেষজ্ঞ দল নেপাল রওনা হচ্ছে।