সৌদি আরবের রিয়াদে মো. জাহাঙ্গীর ভূঁইয়া নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। মাদারীপুরের ঘাটমাঝির করথি গ্রামে তার বাড়ি। বাবার নাম ইস্কান্দার ভূঁইয়া।
জানা গেছে, বেশ কিছুদিন ধরে ব্রেনের সমস্যায় ভুগছিলেন জাহাঙ্গীর। এজন্য চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন রিয়াদের কিং ফাহাদ হাসপাতালে। সেখানে বেশ কিছুদিন চিকিৎসা নেয়ার পর অবস্থার উন্নতি হলে তাকে বাসায় নিয়ে আসা হয়। বাসায় কিছুদিন থাকার পর আবার অসুস্থ হয়ে পড়েন তিনি।
একপর্যায়ে রিয়াদের বাতা সাফা মক্কা থেকে ডাক্তার দেখান। ডাক্তারের পরামর্শে কিছু ওষুধ খান তিনি। এরপর তার অবস্থার আরও অবনতি হলে শনিবার রাত ৮টায় নিজ বাসাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।