Search
Close this search box.
Search
Close this search box.

omar-saniঢালিউড পাড়ায় উড়ছে জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীর মৃত্যুর গুজব। এতে বেশ মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছেন এ নায়ক। বৃহস্পতিবার দুপুরে ফেসবুক লাইভে এসে নিজের ভালো থাকার সংবাদটি জানালেন তিনি। আর যারা এ খবর ছড়াচ্ছেন তাদের এমন মন্দ কাজ করা থেকে বিরত থাকতে বললেন ওমর সানি।

ওমর সানি বলেন,‘আমি এখন বাসায় আছি। গতকাল হাসপাতাল থেকে বাসায় এসেছি। নিয়মিত চিকিৎসা চলছে। আমার ডাক্তার প্রফেসর শাহাবুদ্দীন তালুকদার সাহেবকে ধন্যবাদ জানাই। উনি আমাকে একটি রিং পরিয়েছেন। আর বোধ হয় লাগবে না। আমি ওষুধ খাচ্ছি। আমার কাছে প্রচুর ফোন আসছে। আমি নাকি মারা গেছি।’

chardike-ad

ওমর সানি আরও বলেন, ‘দেখেন মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ। এক দিন তো যেতেই হবে। আমি এখন পর্যন্ত সুস্থ আছি। এর পরে কেমন থাকবো জানি না। যারা প্রপাগান্ডা ছড়াচ্ছেন তাদের সুস্থতা কামনা করি। আপনারা এ পাপাচার থেকে দূরে আসবেন এ আশা করি।’

চিত্রনায়ক ওমর সানী অসুস্থ হয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন ৫ মার্চ সোমবার সকালে। একটি রিং পরানো হয়েছে তার। ৭ মার্চে বাসায় ফিরেছেন তিনি। এখন ডাক্তারের পরামর্শে চলছেন ও ভালো আছেন।