Search
Close this search box.
Search
Close this search box.

trump-moon-kimবিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র। একের পর এক হুমকির পাশাপাশি চলছে ভয়ঙ্করসব মহড়া। আর এমন উত্তপ্ত পরিস্থিতিতে উত্তর কোরিয়ার নেতা কিম জন উনের সঙ্গে বৈঠকে বসতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চুং ইয়ু-ইয়ং হোয়াইট হাউসে জানান, আগামী মে মাসে কিমের সঙ্গে দেখা করবেন ট্রাম্প।

এ ব্যাপারে চুং জানান, ভবিষ্যতে পরমাণু বোমা এবং মিসাইল পরীক্ষা করা হবে না বলে জানিয়েছেন কিম। কিমের সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদের আলোচনার পরেই এই ঘোষণা করা হয়। এদিকে উইন্টার অলিম্পিকের হাত ধরে উত্তর এবং দক্ষিণ কোরিয়ার সম্পর্কে উন্নতি হচ্ছে বলেও মনে করছেন অনেকে।

chardike-ad

এক সাংবাদিক সম্মেলনে দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে চুং জানান, কিম পরমাণু অস্ত্র-মিসাইল পরীক্ষা বন্ধ রাখার কথা জানিয়েছেন। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্টকে আমন্ত্রণও জানিয়েছেন আলোচনায় বসার জন্য। তবে মে মাসে এই বৈঠক বসলেও সঠিক তারিখ এখনও জানা যায়নি।