ভিশন ২০৩০ অনুযায়ী বিনোদন খাতের উন্নয়নে ব্যাপক গুরুত্ব দেবে সৌদি আরব। দেশটির বিনোদনখাতে জিডিপির হার তিন শতাংশ থেকে ছয় শতাংশে উন্নীত করারও পরিকল্পনা রয়েছে এই সময়ের মধ্যে।
সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের নাগরিকরা প্রতিবছর বিনোদনের জন্য বাইরের দেশে গিয়ে প্রায় ২২ বিলিয়ন ডলার ব্যয় করে। সে কারণে দেশের অর্থ দেশে রাখার চেষ্টা করা হচ্ছে।
ইতোমধ্যেই নারীদের স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার অনুমতি দেওয়া হয়েছে। চলচ্চিত্র নির্মাণ এবং প্রদর্শনেরও অনুমতি দেওয়া হয়েছে। সম্প্রতি চলচ্চিত্রের প্রদর্শনীতে ব্যাপক ভিড় দেখা গেছে।
আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হবে কনসার্ট। গত বৃহস্পতিবার টিকিট বিক্রি শুরুর ঘণ্টা দেড়েকের মধ্যেই সবগুলো টিকিট শেষ হয়ে গেছে।
সৌদি গেজেটের সংবাদ অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে সাড়ে তিনশ সিনেমাহল নির্মাণ করা হবে দেশেটিতে। সেসব সিনেমাহলে প্রায় দুই হাজার পাঁচশ পর্দায় চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
সৌজন্যে- কালের কণ্ঠ