সিরিয়ায় রাশিয়ার একটি পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ৩২ আরোহীর সবাই মারা গেছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, মঙ্গলবার সিরিয়ার উপকূলবর্তী নগর লাতাকিয়ার কাছে মাইমিম বিমানঘাঁটিতে অবতরণের সময় এএন-২৬ বিমানটি বিধ্বস্ত হয়। বিবিসি জানায়, বিমানটিতে ২৬ আরোহী এবং ছয় ক্রু ছিল।
রুশ কর্তৃপক্ষ জানায়, বিমানটি গুলি করে ভূপাতিত করা হয়নি। প্রাথমিক তথ্যানুযায়ী, খুব সম্ভবত যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে। তবে কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
গত ৩১ ডিসেম্বর লাতাকিয়ার মাইমিমে বিদ্রোহীদের মর্টার হামলায় একটি রুশ বিমান ক্ষতিগ্রস্ত হয়। এখানে রয়েছে রাশিয়ার প্রধান বিমানঘাঁটি।