বাংলাদেশে শুরু হওয়া জাতিসংঘের বহুজাতিক শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিচ্ছে  দক্ষিণ কোরিয়া। যুক্তরাস্ট্রের প্যাসিফিক কমান্ড এর তথ্য অনুযায়ী, ‘অনুশীলন শান্তিদূত-৪’ নামে এ প্রশিক্ষণের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাস্ট্রের প্যাসিফিক কমান্ড।

chardike-ad

প্রশিক্ষণটিকে বিশ্বব্যাপী অংশীদারিত্ব জোরদার এবং অংশীদারীত্ব করা জাতিগুলোর মধ্যে শান্তিরক্ষা ক্ষমতা বৃদ্ধি করার প্রতি জোর দেওয়া হয়েছে। এটি ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশসহ ২৪টি দেশের শান্তিরক্ষীদের প্রশিক্ষণ গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে গত ২৬ ফেব্রুয়ারি শুরু হয়েছে। যা আগামী ১২ মার্চ পর্যন্ত চলবে। এতে ১ হাজার ৩শ’র বেশি সেনা সদস্য অংশ নিচ্ছে।