Search
Close this search box.
Search
Close this search box.

saudi-womenসৌদি আরবে প্রায় দেড় হাজার নারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে দেশের প্রথম মহিলা ম্যারাথন প্রতিযোগিতা। শনিবার দেশের পূর্ব প্রদেশ আল-আহসায় অনুষ্ঠিত হল তিন কিলোমিটার ব্যাপী ‘আল-আহসা রান্‌স’ ম্যারাথন প্রতিযোগিতা।

স্থানীয় সংবাদমাধ্যম আনাদোলু জানিয়েছে, প্রায় ১৫০০ নারী ম্যারাথন প্রতিযোগিতায অংশগ্রহণ করেন। বিভিন্ন দেশের পেশাদার, অপেশাদার, বয়স্কা এবং তরুণী সব বয়সী নারীই দৌড়ে অংশগ্রহণ করেন।

chardike-ad

জানা গেছে, ম্যারাথনে প্রথম স্থান অধিকার করেন সৌদি আরবের মিজনা আল-নাসার। মাত্র ১৫ মিনিটে প্রতিদ্বন্দ্বীদের অনেক পিছনে ফেলে তিনি দৌড় শেষ করেন। প্রতিযোগিতার স্পন্সর ছিল সৌদি সরকারের ক্রীড়া মন্ত্রণালয়, আল-মাসুদা হাসপাতাল এবং আল-আহসা পুর নিগম।

সৌজন্যে- ইত্তেফাক