আপনি সাংবাদিক।
কিন্তু সাংবাদিকতা করতে আপনার ভালো লাগেনা। রাতারাতি ধনী হতে চান। রাজনীতি করেন।
আপনি ব্যবসায়ী।
কিন্তু হালাল, সৎ ব্যবসায় মন বসেনা। দ্রুত বিত্ত, বৈভবের মালিক বনে যেতে চান। রাজনীতি করেন।
আপনি পরিবহন শ্রমিক।
কিন্তু গাড়ী চালাতে ভালো লাগেনা। দ্রুত ধনী হয় যেতে চান। রাজনীতি করেন। আপনি ঘাট, বন্দর, টার্মিনাল শ্রমিক-কিন্তু এসব ছোট কাজ করতে ভালো লাগেনা। রাজনীতি করেন।
আপনি ছাত্র।
পড়ালেখা করে, চাকুরীর পরীক্ষায় উর্ত্তীন হয়ে-গতবাঁধা অফিস টাইম পার করতে চান না। দ্রুত বড়লোক হতে চান।রাজনীতি করেন।
আপনি শিক্ষক। কিন্তু ক্লাসে গ্যানর গ্যানর করে ক্লাস নিয়ে জীবনের মূল্যবান সময় নষ্ট করতে চান না। রাজনীতি করেন। একটা ক্লাসও নিতে হবেনা।
আপনি ডাক্তার, প্রকৌশলী, আমলা, প্রথম শ্রেণী, চতুর্থ শ্রেণীর কর্মচারী।
কিন্তু নিজ কাজ করতে ভালো লাগেনা। রাজনীতি করেন। যে কাজ করার জন্য আপনি শপথ নিয়েছেন সেই পেশাগত কাজ একদিনের জন্য আর আপনাকে করতে হবেনা।
যেটা আপনার পেশা, যে পেশা দিয়ে আপনার জনগণের সেবা করা দরকার। তা না করে যদি জনগনকে সেবার নামে চ্যাচতে চান, আর নিজের আয়েশী জীবন গড়তে চান- তাহলে রাজনীতি করেন। লক্ষ লক্ষ মানুষ আপনার ইশারায় ওঠবস করবে। যে দেশে সিটিকর্পোরেশানের মেথর থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি পর্যন্ত রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত হয়-
চতুর্থ শ্রেণীর যে ছাত্রের পড়ার টেবিলে বসে স্কুলের হোমওয়ার্ক তৈরী করার কথা ছিলো সে এখন পাশের জন্য ভোট চায়। সেই দেশেতো রাজনীতি ছাড়া আর কোনো গতি নাই।
ইঞ্জিনিয়ার রুমন চৌধুরীর (সিউল, দক্ষিণ কোরিয়া) স্ট্যাটাস থেকে।