Search
Close this search box.
Search
Close this search box.

dighiদীঘির কথা মনে আছে পাঠক? সেই ছোট্ট দীঘি। অনেকে যাকে ময়না পাখির ছোট্ট দীঘি বলেই চিনেন। সে আর সেই ছোট্টটি নেই। বেশ বড় হয়েছেন এখন। সামনে এসএসসি পরীক্ষা দিবে। এখন তাই অভিনয় নয় পড়াশোনা নিয়েই ব্যস্ততা তার।

ধানমন্ডির স্ট্যামফোর্ড স্কুলের দশম শ্রেণিতে ইংলিশ ভার্সনে পড়ছে সে। তাই শুধু অভিনয়ই নয়, মিডিয়ার সকল কাজ থেকেই নিজেকে দূরে রেখেছে। সবসময় যেন বাবা সুব্রত তাকে আগলে রাখেন।

chardike-ad

আজ শনিবার বাবার সঙ্গেই পাওয়া গেল তাকে। ঢাকার অদূরে সাভারের একটি পিকনিক কেন্দ্রে। বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ফ্যামিলি ডে অনুষ্ঠিত সাভারের গেন্ডা এলাকার স্পন্দন পিকনিক স্পটে। সেখানেই বাবার সঙ্গে উপস্থিত হয়েছেন দীঘি।

এ সময় দীঘি তার বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে জানান, ‘পড়াশোনা নিয়ে এখন আমি ব্যস্ত। লাস্ট স্কুল ফাইনালে ফিজিক্স কেমিস্ট্রিতে একটু নম্বর কম ছিল, সেসব নিয়ে চিন্তিত। এজন্যই বই নিয়েই আমার ব্যস্ততা।’

দীঘি বলেন, ‘আব্বু আমাকে নিয়ে এলো, সব সাংবাদিক আংকেলরা আমাকে অনেক স্নেহ করেন। এজন্য চলে এসেছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন পরীক্ষায় ভালো নম্বর পেয়ে পাশ করতে পারি।’