malysiaমালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি কর্মীদের সেবায় চলছে কন্সুলার সেবা। যারা জহুর বারু, ক্লাং, পিনাং, সেরেম্বানে কর্মরত আছেন তাদের জন্য মূলত এ সেবা অব্যাহত আছে। প্রতি মাসের শনি ও রোববার সরকারি ছুটির দিনেও এ সেবা চলবে।

malaysia-noticeদূতাবাসের নোটিশে এ তথ্য জানানো হয়েছে। প্রতি মাসের ১ম ও ৩য় সপ্তাহে শনি ও রোববার জহুর বারু, প্রতিমাসের ১ম ও ৩য় সপ্তাহে শনি ও রোববার ক্লাং এছাড়া প্রতি মাসের ২য় ও ৪র্থ সপ্তাহে শনি ও রোববার পিনাং, এবং প্রতিমাসের ২য় ও ৪র্থ সপ্তাহে শনি ও রোববার সেরেম্বানে কন্স্যুলার সেবা প্রদান করা হবে।

chardike-ad

সেবা প্রত্যাশীদের নিচের ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে।