Search
Close this search box.
Search
Close this search box.

wahabনীল নদের পানি নিয়ে ব্যঙ্গ করায় মিশরের প্রধান সারির সংগীতশিল্পী শিরিন আবদেল ওয়াহাবের ৬ মাস জেল দেওয়া হয়েছে। শিরিন ‘দ্যা ভয়েস অব দ্য টিভি শো’র এরাবিক ভার্সনের বিচারকের দায়িত্বেও ছিলেন।

শিরিনের বিরুদ্ধে মামলা করা হয় গত বছরের নভেম্বরে। এক বছর আগে সংযুক্ত আরব আমিরাতে একটি কনসার্টে এই কথা বলার জন্য শিরিন অবশ্য ক্ষমা চেয়েছেন। মিসরের সংবাদমাধ্যম বলছে, জামিনের জামানত হিসেবে শিরিনকে ৫ হাজার মিসরীয় পাউন্ড দিতে বলেছে আদালত। দণ্ডর বিরুদ্ধে শিরিন আপিল করতে পারবেন।

chardike-ad

অন্যদিকে মিসরে আরেকটি মামলায় পপ সঙ্গীতশিল্পী লাইলা আমেরকে কারাদণ্ড দেওয়া হয়েছে। লাইলা আমেরকে একটি উত্তেজক গান গাইবার দায়ে ব্যভিচার এবং নীতি নৈতিকতা বিবর্জিত কাজের অভিযোগে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।