samsung-hyundai-sk

ব্রান্ড হিসেবে এশিয়ায় শীর্ষে এবং বিশ্বে চতুর্থ অবস্থানে রয়েছে স্যামসাং। বিশ্বের প্রায় ৫০০ কোম্পানীর মধ্যে ১০০ ট্রিলিয়ন উওন নিয়ে এই অবস্থানে রয়েছে।  ব্র‍্যান্ড ফিন্যান্স এর রিপোর্ট অনুযায়ী, স্যামসাং এর ব্র্যান্ড মূল্য ৯২.৩ বিলিয়ন মার্কিন ডলার যা এশিয়াতে সর্বোচ্চ।

chardike-ad

কোরিয়ান কোম্পানীগুলোর মধ্যে হুন্দাইয়ের অবস্থান আগের বছরের চেয়ে নিচে নেমে ৭৯ তম স্থানে রয়েছে। আগের বছর হুন্দাইয়ের অবস্থান ছিলো ৪৩তম। হুন্দাইয়ের বর্তমান ব্রান্ড ভেল্যু ১৭.৮ বিলিয়ন মার্কিন ডলার।

অন্যান্য কোরিয়ান কোম্পানি গুলোর মধ্যে সেরা ৫০০ কোম্পানিতে স্থান পাওয়া কোম্পানীগুলো হলো এলজি (৮৮ তম), এসকে (১১৩ তম), কেটি (৩৩৫ তম) এবং হিনিক্স (৩৪০ তম)।