Search
Close this search box.
Search
Close this search box.


দক্ষিণ কোরিয়ায় স্টার্টআপে বাড়ছে বিনিয়োগ। গতবছর স্টার্ট আপে বিনিয়োগের নতুন রেকর্ড হয়েছে। গত বছর প্রায় ২.৪ ট্রিলিয়ন উওন (১ মার্কিন ডলার= ১০৭০ উওন) বিনিয়োগ হয়েছে এই সেক্টরে। আগের বছরের চেয়ে ১০.৭ শতাংশ বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে।

স্টার্টআপের জন্য ২০১৭ সালে ফান্ড পেয়েছে ১২২৬ জন। যাদের গড় বিনিয়োগ পেয়েছেন ১.৮৮ বিলিয়ন উওন। গ্রহীতার সংখ্যা ১১৯১ থেকে বেড়ে ১২২৬ হয়েছে যাদের গড় বিনিয়োগ ১.৮৮ বিলিয়ন ওন।এই বছরের প্রত্যাশিত বিনিয়োগ ৩ ট্রিলিয়ন ওন যেহেতু প্রথমবারের মতো স্টার্ট আপ তহবিল ৪ ট্রিলিয়ন ওন অতিক্রম করেছে।

chardike-ad