দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক গুন হে’কে ৩০ বছরের কারাদন্ডের আবেদন জানিয়েছে দেশটির সাংবিধানিক আদালত। আজ সকালে সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টে দেওয়া রায়ে প্রসিকিউশন জানিয়েছে ১৮ টি অভিযোগে সাবেক প্রেসিডেন্ট পার্ককে এই কারাদণ্ড দেওয়া হয়। অভিযোগগুলোর মধ্যে দুর্নীতি,, ক্ষমতার অপব্যবহার এবং রাষ্ট্রীয় গোপনীয়তা প্রকাশ করে দেওয়া অন্যতম।
প্রসিকিউশন পাশাপাশি ১৮৫.৫ বিলিয়ন উওন জরিমানারও আবেদন জানিয়েছে। এর আগে এই মাসের দ্বিতীয় সপ্তাহে পার্কের বন্ধু চোয়ে সুন সিলকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং ১ কোটি ৬৬ লাখ ডলার জরিমানা করা হয়।
প্রেসিডেন্ট পার্কের বিরুদ্ধে কোরিয়ার পার্লামেন্টে ২০১৬ সালের ৯ ডিসেম্বর ক্ষমতাকে ব্যবহার করে তাঁর বিশ্বস্ত সহযোগী ছোয়ে সুন সিল বিভিন্ন বিষয়ে প্রভাব খাটিয়েছেন এবং অর্থ উপার্জন করেছেন এই অভিযোগে অভিশংসন করা হয়। ২০১৭ সালের ৩১ মার্চ তাকে গ্রেফতার করা হয়। এরপর বিচার শুরু হওয়ার ৩১৭ দিন পর এই রায় দেওয়া হল।