অস্তাচলে যাবে সূর্য, পৃথিবী থেকে মুছে যেতে আরম্ভ করবে প্রাণ। এমনটাই আশঙ্কা বৈজ্ঞানিকদের।
নতুন এক গবেষণা বলছে, ২০২০ থেকে ২০৩০ সালের মধ্যে সোলার সাইকেল সিস্টেম ক্র্যাশ করতে পারে! যা ১৬৪৬ থেকে ১৭১৫ সালের মধ্যে আগেও একবার ঘটেছিল। বৈজ্ঞানিকদের আশঙ্কা, একটু একটু করে ‘তেজ’ হারাচ্ছে সূর্য। যার জেরেই ২০৩০ সালের মধ্যেই পৃথিবীতে ফিরে আসবে তুষারযুগ।
কলকাতা টুয়েন্টিফোর’র প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ বৈজ্ঞানিকদের আশঙ্কা, যে হারে ‘তেজ’ বা ‘শক্তি’ হারাচ্ছে সূর্য, তাতে ২০৩০ সালের মধ্যেই ৬০ শতাংশ উত্তাপ হারিয়ে ফেলবে। যার ফলে আগামী ১৫ বছরের মধ্যে এই বিশ্বে ফের তুষার যুগ ফিরে আসতে পারে বলে বিজ্ঞানীদের আশঙ্কা। সূর্যের উপর এই সর্বশেষ গবেষণাটি সেরেছেন নর্থ কলম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক ভ্যালেন্টিনা ও তাঁর দল। ১৯৭৬ থেকে ২০০৮ পর্যন্ত সোলার অ্যাক্টিভিটি সাইকেল বিশ্লেষণ করেই এমনটা আশঙ্কা।