ব্যাংকক যাওয়া যাত্রীর লাগেজ ভেঙে ডলার চুরির অভিযোগ উঠেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সকালে। জানা গেছে, যাত্রীর ওই লাগেজে ছয় হাজার ডলার ছিল।
ব্যাংককে যাওয়ার পথে এ ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৩০ জনের একটি দল।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য ও এনটিভির সাংবাদিক আহমেদ পিপুল ওই দলে ছিলেন। তিনি জানান, আমরা ব্যাংকক এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৩০ জনের একটি দল নিয়ে।
তিনি আরো বলেন, সকাল ৮টা ৫মিনিটে আমরা চেক ইন করি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০০৮৮ ফ্লাইটের জন্য। কিন্তু ব্যাংকক বিমানবন্দরে নামার পরে যখন লাগেজ হাতে পাই, তখন দেখি আমার লাগেজের তালা ভাঙা। ভেতরে ছয় হাজার ডলার ছিল, কিন্তু ওই সময় দেখি তা নেই।
সূত্র- কালের কণ্ঠ