ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরিয়ান ভাষা শিক্ষার সংক্ষিপ্ত কোর্সে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে মার্চের প্রথম সপ্তাহে এই কোর্সের ক্লাস শুরু হবে। এইচএসসি পাস যেকেউ এই কোর্সে ভর্তি হতে পারবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের নিচতলার ১০৬ নাম্বার কক্ষ থেকে ৪০০ টাকা দিয়ে আবেদন ফরম সংগ্রহ করা যাবে। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ৩০ জনের কোটা শেষ হলে ফরম বিক্রি বন্ধ হয়ে যাবে।

chardike-ad

কোরিয়ান ভাষা বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ইপিএস ভিসায় কোরিয়া গমণে ইচ্ছুক কিংবা কোরিয়ায় উচ্চশিক্ষা গ্রহণ করতে ইচ্ছুকদের কথা মাথায় রেখে কোর্সটি সাজানো হয়েছে।