উত্তর কোরিয়া বলেছে, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তার দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না। তার বক্তব্য থেকে মনে হয় তিনি আমেরিকার গোলামি করছেন। জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার প্রতিনিধিদল এক বক্তব্যে এ অভিযোগ করেছেন।
ওই বিবৃতিতে বলা হয়েছে, জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনে গুতেরেস উত্তর কোরিয়ার বিরুদ্ধে যেসব বক্তব্য দিয়েছেন তা জাতিসংঘ মহাসচিবের বক্তব্য হতে পারে না। তার যুক্তিগুলোও ছিল হাস্যকর।
গত ১৬ ফেব্রুয়ারি মিউনিখ নিরাপত্তা সম্মেলনে জাতিসংঘ মহাসচিব বলেছেন, উত্তর কোরিয়ার ওপর চাপ প্রয়োগের মাধ্যমে দেশটিকে আলোচনায় বাধ্য করতে হবে। নিষেধাজ্ঞা আরোপের পক্ষে অবস্থান নিয়ে গুতেরেস তার বিদ্বেষপূর্ণ আচরণ স্পষ্ট করেছেন বলে উত্তর কোরিয়া মনে করছে।
আমেরিকা ও তার মিত্র দেশগুলো উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র কর্মসূচি বন্ধের জন্য চাপ দিয়ে আসছে। তবে উত্তর কোরিয়া বলছে, হুমকি অব্যাহত থাকা পর্যন্ত সামরিক শক্তি বাড়ানোর নীতি থেকে তারা সরে আসবে না। দেশটি সব নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও দাবি জানিয়ে আসছে।