Search
Close this search box.
Search
Close this search box.

india-teamশ্রীলঙ্কা সফরের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে খেলতে নাও দেখা যেতে পারে ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের। দীর্ঘ দক্ষিণ আফ্রিকা সফরের ক্লান্তি কাটিয়ে উঠতে বিশ্রাম দেওয়া হতে পারে বিরাট কোহলিসহ বেশ কয়েকজন সিনিয়রকে। এমনটাই ইঙ্গিত দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের নির্বাচকরা। তেমনটি হলে শ্রীলঙ্কার নিদাহাস ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে দেখা যাবে না কোহলি অ্যান্ড কোংকে। দ্বিতীয় সারির একটি দলই লঙ্কায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আগামী বছর ইংল্যাল্ডে ওয়ানডে বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেটারদের চোট-আঘাত থেকে মুক্ত রাখতে পর্যাপ্ত বিশ্রাম দিতে চান দলটির নির্বাচকরা। এছাড়া টানা ক্রিকেট খেলার ধকলের বিষয়টাও মাথায় থাকছে নির্বাচকদের। বিশেষ করে তিন ফরম্যাটেই যে সব সিনিয়র ক্রিকেটার ভারতীয় দলের প্রতিনিধিত্ব করে থাকেন, তাদের ক্রিকেট থেকে সাময়িক বিরতির প্রয়োজন আছে বলেই মনে করেন এমএসকে প্রাসাদরা।

chardike-ad

কিছুদিন পরই যেহেতু ভারতীয় দলের সব সদস্যই নিজ নিজ ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএলে ব্যস্ত হয়ে পড়েবন, তাই দক্ষিণ আফ্রিকা সফরের পর মাঝের সময়টায় বেশ কয়েকজন ক্রিকেটারকে চিন্তা শুরু করে দিয়েছে বিসিসিআই। মূলতঃ শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিরুদ্ধে ত্রিদেশীয় টুর্নামেন্টটিকে খুব একটা গুরুত্বও দিচ্ছে না ভারত। এ সুযোগে রিজার্ভ বেঞ্চ যাচাই করে নিতে চায় তারা।

ভারতীয় বিভিন্ন মিডিয়ায় খবর বেরুচ্ছে, বিরাট কোহলির সঙ্গে পেসার ভুবনেশ্বর কুমার এবং জসপ্রিত বুমরাহকে বিশ্রাম দেওয়ার চিন্তা করছে ভারতীয় বোর্ড। সে ক্ষেত্রে পেস আক্রমণে মহম্মদ সিরাজ ও বাসিল থাম্পিকে শ্রীলঙ্কায় পাঠানোর পরিকল্পনা করছে তারা। তাদের সঙ্গে থাকবেন জয়দেব উনাড়কট ও শার্দুল ঠাকুর।

ব্যাটিং অর্ডারে মায়াঙ্ক আগরওয়াল সুযোগ পেতে পারেন। তবে বিরাট কোহলির বিষয়টা তার নিজের ওপরই ছেড়ে দিচ্ছেন নির্বাচকরা। চাইলে তিনি নিজেকে সরিয়ে রাখতে পারেন। পরিবর্তে রোহিত শর্মা কিংবা আজিঙ্কা রাহানেকে অধিনায়ক করা হতে পারে। অক্ষর প্যাটেল হতে পারেন প্রধান স্পিনার। দলে থাকতে পারেন ওয়াশিংটন সুন্দরও।
সূত্র- জাগো নিউজ