ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ দুই বাংলাদেশিকে আটক করেছে। বুধবার বিকেলে আদালত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আটকদের একজনের বাড়ি যশোর ও অন্যজন সাতক্ষীরার।
জানা গেছে, বুধবার দুপুরে কুয়েত থেকে কলকাতার সুভাস চন্দ্র বসু বিমানবন্দরে নেমে ইমিগ্রেশনে গিয়ে আটক হন দুই যুবক। পরে বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগের গোয়েন্দা কর্মকর্তারা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করতে থাকে। এক পর্যায়ে তাদের জবানবন্দির ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা ভারতীয় পাসপোর্টে কুয়েতে চাকরি করতো বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার বিকেলে তাদের মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।