অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় মেসেঞ্জার অ্যাপসে নতুন ফিচার যুক্ত করেছে ফেসবুক। ফলে ব্যবহারকারীরা এখন আরো সহজে গ্রুপ অডিও এবং ভিডিও লাইভ কথোকপকথনে বন্ধুদের যুক্ত করতে পারবে।
ম্যাসেঞ্জার অ্যাপের নতুন এই আপডেটের ফলে ভয়েস অথবা ভিডিও গ্রুপ কলের সময় চলমান কল কেটে নতুন কলার যুক্ত করার ঝামেলা পোহাতে হবে না। বরঞ্চ চলমান কলের মাঝখানেই ‘অ্যাড পারসন’ বাটনে ক্লিক করে একাধিক জনকে যুক্ত করা যাবে।
ফেসবুক মেসেঞ্জারের প্রোডাক্ট ম্যানেজার সারা মরিস এক ব্লগ পোস্টে বলেন, ‘আমরা ছোট্ট এই নতুন ফিচারটি ম্যাসেঞ্জারে যুক্ত করে পেরে আনন্দিত। আশা করছি নতুন এই সুবিধা ব্যবহারকারীর অডিও এবং ভিডিও গ্রুপ কলকে আরো সহজতর এবং দ্রুততর করার ক্ষেত্রে বড় প্রভাব রাখবে।’
নতুন এই সুবিধা উপভোগ করার জন্য ফেসবুক মেসেঞ্জার অ্যাপটি আপডেট করতে হবে।