Search
Close this search box.
Search
Close this search box.

jairabঅনূর্ধ্ব ১৯ দলে সুযোগ না পেয়ে হতাশায় আত্মহত্যা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার আমির হানিফের ছেলে মোহম্মদ জায়রাব। মঙ্গলবার গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। খবর পাকিস্তানের সামা টিভির।

এদিকে, ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছেন নব্বইয়ের দশকে পাকিস্তানের হয়ে পাঁচটি ওয়ানডে খেলা হানিফ। তিনি ছেলের মৃত্যুর জন্য অনূর্ধ্ব ১৯ দলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কোচেদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। অন্য কারও সন্তানের যাতে এই পরিণতি না হয়, তা নিশ্চিত করার জন্যও কর্তৃপক্ষের কাছে আর্জি জানিয়েছেন হানিফ।

chardike-ad

জানা গেছে, গত জানুয়ারিতে লাহোরে অনূর্ধ্ব ১৯ টুর্নামেন্টে করাচির হয়ে খেলেছিলেন জায়রাব। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ইনজুরির কারণে সেখান থেকেই তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় এবং সুস্থ হলে দলে নেওয়ার আশ্বাস দেওয়া হয়। কিন্তু পরে বয়স বেশি দেখিয়ে জায়রাবকে বাদ দেওয়া হয়।