সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দুই ম্যাচেই টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কার স্কোর ১২/০ (১ ওভার)।
প্রথম টি-টোয়েন্টির বাংলাদেশ দল থেকে দ্বিতীয় ম্যাচে চারটি পরিবর্তন আনা হয়েছে। জাকির হাসানের বাদ পড়াটা প্রত্যাশিতই ছিল। তার জায়গায় দলে ফিরেছেন চোটের কারণে প্রথম ম্যাচ মিস করা তামিম ইকবাল। জাকির ছাড়াও বাদ পড়েছেন সাব্বির রহমান, রুবেল হোসেন ও আফিফ হোসেন। দলে এসেছেন মোহাম্মদ মিথুন, আবু জায়েদ রাহী ও মেহেদী হাসান ।
প্রথম টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল চারজনের। আজ দ্বিতীয় ম্যাচে অভিষেক হলো দুজনের। প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পেয়েছেন পেসার আবু জায়েদ রাহী ও স্পিনার মেহেদী হাসান।
বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, আরিফুল হক, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফ উদ্দিন, নাজমুল ইসলাম অপু, আবু জায়েদ রাহী, মেহেদী হাসান।