tamimশ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে মাঠে ফিরবেন তামিম। চোটের কারণে প্রথম টি-টোয়েন্টিতে খেলতে পারেননি তামিম ইকবাল। তবে সেই চোট তিনি অনেকটাই কাটিয়ে উঠেছেন। দ্বিতীয় ম্যাচে বাঁহাতি এই ব্যাটসম্যানের খেলার ব্যাপারে আশার বাণি শোনালেন অধিনায়ক মাহমুদউল্লাহ।

গত মঙ্গলবার নেটে ব্যাটিং অনুশীলনের সময় বাঁ হাতের পেশীতে চোট পেয়েছিলেন তামিম। ফলে বৃহস্পতিবার মিরপুরে প্রথম টি-টোয়েন্টিতে দর্শক হয়ে থাকতে হয় তাকে, বাংলাদেশ ম্যাচ হারে ৬ উইকেটে।

chardike-ad

রোববার বিকেলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তার আগে তামিমকে নিয়ে আশার কথাই শোনালেন অধিনায়ক।

শনিবার সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেছেন, ‘তামিমের অবস্থা এখন অনেক ভালো। আশা করি, সে ফিট হয়ে যাবে। সে আগামীকাল (রোববার) খেলবে ইনশাআল্লাহ।’

অধিনায়কের সংবাদ সম্মেলন শেষ হওয়ার কিছুক্ষণ পরই ব্যাটিং অনুশীলনে দেখা গেল তামিমকে। প্রায় পৌনে এক ঘণ্টার মতো ব্যাটিং অনুশীলন করেছেন বাঁহাতি ব্যাটসম্যান। নতুন কিছু না হলে দ্বিতীয় ম্যাচে তার খেলা একরকম নিশ্চিতই।