Search
Close this search box.
Search
Close this search box.

shiv-lingoনিজের জিভ কেটে শিবকে ‘অর্পণ’ করলেন এক বিবাহিত নারী। ঘটনাটি ঘটেছে ভারতের ছত্তিসগড়ের কোরবা জেলায়। সীমা বাই গোন্ড নামে ২৮ বছরের ওই মহিলা
বর্তমেন হাসপাতালে ভর্তি রয়েছেন।

পুলিশ জানিয়েছে, কোরবা জেলার নুনেরা গ্রামে শিবমন্দিরে শিবলিঙ্গের সামনে ছুরি দিয়ে নিজের জিভ কেটে দেন ফিরতু রাম গোন্ডের স্ত্রী সীমা বাই গোন্দ। রক্তাক্ত অবস্থায় তত্ক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত তার অবস্থা স্থিতিশীল।

chardike-ad

প্রাথমিকভাবে জানা গিয়েছে, মনোকামনা পূরণ হওয়ায় নিজের জিভ ‘বলিদান’ করেছেন তিনি। যদিও এখনও পর্যন্ত নিশ্চিত হতে পারেনি পুলিশ। প্রতিবেশী ও পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

সূত্র: জিনিউজ