নড়াইলের দীঘিনালা ইউপি চেয়ারম্যান লতিফুর রহমান পলাশকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
লোহাগড়া থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, লতিফুর রহমান পলাশ দুপুরে লোহাগড়া নির্বাচন অফিসের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। এসময় মোটরসাইকেলযোগে দুজন এসে তাকে গুলি করে পালিয়ে যায়। তাৎক্ষণিক উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, এই বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিকদার আবদুল হান্নান রুনু ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, অজ্ঞাত সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে কারা এর সঙ্গে জড়িত তা এখনও নিশ্চিত নন তিনি।