১৯৮৮ সালে দক্ষিণ কোরিয়া আয়োজন করেছিল গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস। তার ৩০ বছরের মাথায় দেশটিতে আবারো বসেছে অলিম্পিকের আসর। তবে এটা শীতকালীন অলিম্পিক। শুক্রবার আনুষ্ঠানিক উদ্বোধন হলেও বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শীতকালীন অলিম্পিকের ইভেন্টগুলো।
২৯তম শীতকালীন এই অলিম্পিক গেমসে ১৫টি ডিসিপ্লিনে ১০২টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। ৯৩টি দেশের প্রায় তিন হাজার অ্যাথলেট অংশ নিয়েছে এবারের এই আয়োজনে। ২৫ ফেব্রুয়ারি পর্দা নামবে এই অলিম্পিক গেমসের।
শোচিতে অনুষ্ঠিত গেল আসরে ডোপ টেস্টের কারণে রাশিয়ার অধিকাংশ অ্যাথলেট অংশ নিতে পারেননি। এবার অবশ্য তারা আন্তর্জাতিক অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছ থেকে ক্লিয়ারেন্স নিয়ে অংশ নিচ্ছেন। তাই পদক জয়ের লড়াইটা এবার যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যেই হতে যাচ্ছে। উত্তর কোরিয়ার অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা থাকলেও শেষ পর্যন্ত তারাও অংশ নিয়েছে। প্রতিবেশি উত্তর কোরিয়া ২২ জন অ্যাথলেট পাঠিয়েছে দক্ষিণ কোরিয়ায়।