Search
Close this search box.
Search
Close this search box.

fire-in-south-koreaদক্ষিণ কোরিয়ায় শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের একদিন আগে মিডিয়া ভিলেজের কাছে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গাংনেয়ুং অলিম্পিক পার্কের কাছে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পুলিশ জানিয়েছে, একটি ক্যাফের পেছনের একটি নির্মাণ স্থল থেকে আগুনের সূত্রপাত। জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার পরপরই মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে ওই এলাকায় থাকা লোকজনকে সতর্ক করা হয়।

chardike-ad

৯ ফেব্রুয়ারি শুক্রবার দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাংয়ে এবারের শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হবে; গেমস চলবে আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।