Search
Close this search box.
Search
Close this search box.

mike-penceমার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স জানিয়েছেন, উত্তর কোরিয়ার ওপর যুক্তরাষ্ট্র শিগগিরই কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। দেশটি তাদের পারমাণবিক কর্মসূচি যাতে বন্ধ করতে বাধ্য হয় সেজন্যই এই নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানিয়েছেন তিনি। বুধবার জাপানের রাজধানী টোকিওতে তিনি এ কথা বলেছেন।

পেন্স উত্তর কোরিয়ার সরকারকে ‘বিশ্বের সবচেয়ে নিপীড়নমূলক ও অত্যাচারী’ বলে মন্তব্য করেছেন। পিয়ংইয়ং যতদিন পর্যন্ত সম্পূর্ণ, যাচাইযোগ্য ও অপরিবর্তনীয়ভাবে তার পারমাণবিক কর্মসূচি থেকে ফিরে না আসবে ততদিন যুক্তরাষ্ট্র ও জাপানসহ এর মিত্ররা উত্তর কোরিয়ার ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।

chardike-ad

তিনি বলেন, ‘এই পর্যায়ে আমি ঘোষণা করছি যুক্তরাষ্ট্র শিগগিরই উত্তর কোরিয়ার ওপর এ যাবতকালের সবচেয়ে কঠিন ও সবচেয়ে আগ্রাসী অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। উত্তর কোরিয়া যতদিন পর্যন্ত পারমানবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে চিরতরে ফিরে না আসতে ততদিন পর্যন্ত তাদের ওপর এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।’