সিরিজ নির্ধারণী ঢাকা টেস্টে রাজ্জাক-তাইজুলের স্পিন ঘূর্ণিতে ২২২ রানে গুটিয়ে গেছে শ্রীলঙ্কার প্রথম ইনিংস। লিড নেওয়ার লক্ষ্যে প্রথম দিনের শেষ সেশনে ব্যাটিংয়ে করছে বাংলাদেশ।
দিনের ৬৬তম ওভার পর্যন্ত খেলতে পেরেছে কেবল দিনেশ চান্ডিমালের দল। রাজ্জাক এবং তাইজুল- দু’জনই নিয়েছেন ৪টি করে ৮টি উইকেট। বাকি দুই উইকেট নিয়েছেন পেসার মোস্তাফিজুর রহমান। মেহেদী হাসান মিরাজ থাকলেন পুরোপুরি উইকেটশূন্য।
লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন ওপেনার কুশল মেন্ডিস। এছাড়া রোশেন সিলভা ৫৬ রান করে লঙ্কানদের স্কোর ২০০ পার করে দেন।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আব্দুর রাজ্জাক, মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, দানুশকা গুনাথিলাকা, দিনেশ চান্দিমাল (অধিনায়ক), রোশেন সিলভা, নিরোশান ডিকভেলা (উইকেটরক্ষক), দিলরুয়ান পেরেরা, আকিলা ধনাঞ্জয়া, রঙ্গনা হেরাথ, সুরাঙ্গা লাকমাল।