Search
Close this search box.
Search
Close this search box.
jon
বামে কিমের সঙ্গে তাঁর বোন ইয়ো জং

শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং দক্ষিণ কোরিয়া যাচ্ছেন। গতকাল বুধবার দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। উত্তর কোরিয়ার শাসক পরিবারের সদস্য হিসেবে কিম ইয়ো জংই প্রথম দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন। আগামীকাল শুক্রবার দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাংয়ে অলিম্পিকের উদ্বোধন হতে যাচ্ছে।

কিম ইয়ো জং উত্তর কোরিয়ার শাসক দল ওয়ার্কার্স পার্টির একজন জ্যেষ্ঠ সদস্য। দুই কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, অলিম্পিক গেমসে অংশ নেওয়া উত্তর কোরিয়া দলের উচ্চপদস্থ কর্মকর্তাদের একজন হবেন তিনি। তাঁর উপস্থিতিতে দুই কোরিয়ার ক্রীড়াবিদরা উদ্বোধনী অনুষ্ঠানে এক পতাকার নিচে মার্চ করবেন।

chardike-ad

১৯৫৩ সালে কোরীয় যুদ্ধের পর থেকে দুই কোরিয়া আলাদা হয়ে যায়। উত্তর কোরিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা সত্ত্বেও বেশ কয়েকবার পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। গত বছর তারা বেশ কয়েকটি পারমাণবিক পরীক্ষা চালালে বিশ্বব্যাপী উত্তেজনা তৈরি হয়। তারা এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী আন্ত মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে, যা যুক্তরাষ্ট্রে আঘাত হানার সামর্থ্য রাখে বলে ধারণা করা হচ্ছে। তবে শীতকালীন অলিম্পিক দুই কোরিয়ার মধ্যে দ্বন্দ্ব কিছুটা কমিয়ে এনেছে।

সিউলের ইউনিভার্সিটি অব নর্থ কোরিয়ান স্টাডিজের অধ্যাপক ইয়াং মু জিন বলেন, প্রথমবারের মতো কিম পরিবারের একজন সদস্য দক্ষিণ কোরিয়ায় আসছেন যা খুবই তাৎপর্যপূর্ণ। তিনি আরো বলেন, সফরে কিম ইয়ো জং সম্ভবত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং অলিম্পিকের সাফল্য কামনা ও দুই কোরিয়ার সম্পর্ক উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করে ভাইয়ের লেখা একটা ব্যক্তিগত চিঠি হস্তান্তর করবেন। এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে কিম ইয়ো জংয়ের অভিষেক হবে।

গত অক্টোবরে কিম ইয়ো জংকে দলের একজন শক্তিশালী সদস্য হিসেবে পদোন্নতি দেওয়া হয়। ভাইয়ের সভাপতিত্বে পরিকল্পনা পরিষদের সদস্য করা হয়। দলের প্রচার অভিযানেও তাকে সংযুক্ত করা হয়। সূত্র : এএফপি।