অনলাইন প্রতিবেদক, ৩০ অক্টোবর ২০১৩:

হেলিকপ্টারে চড়ে সিউলের আকাশে চক্কর দেয়ার চমকপ্রদ একটি সুযোগ পাওয়া যাবে আজ বুধবার থেকে। সিউল সিটি সূত্রে প্রাপ্ত তথ্যমতে জামসিলের হান রিভার পার্কের নিকটবর্তী হেলিপোর্ট থেকে উড্ডয়ন শুরু করে গোয়াংনারু, জামসিল, ইয়োইদো এবং ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এই চারটি রুটে চলবে এই আকাশভ্রমণ। কোরিয়া সরকারের ভূমি, অবকাঠামো ও পরিবহণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সিউলের আঞ্চলিক বিমান প্রশাসন এ মাসের শুরুতেই কার্যক্রমটির আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে।

chardike-ad

2013101601007_0বেসরকারি বিমান পরিবহণ প্রতিষ্ঠান ব্লু এয়ারলাইন্সের এই ব্যতিক্রমী উদ্যোগে বাহন হিসেবে দেওয়া হবে মার্কিন প্রতিষ্ঠান রবিনসন নির্মিত চার আসনবিশিষ্ট ২০১০ মডেলের আর ৪৪ বিমান যা গণমাধ্যমকর্মীরা প্রায়ই ব্যবহার করে থাকেন।

রুটভেদে পাঁচ থেকে পনেরো মিনিটের যাত্রার ভাড়া যাত্রাকাল ও যাত্রীসংখ্যা অনুসারে নির্ধারণ হবে। পাঁচ মিনিট স্থায়ী জামসিল রুটের ভ্রমণে দু’জন যাত্রীর ক্ষেত্রে জনপ্রতি ৭০ হাজার উওন ও তিনজন হলে প্রত্যেককে ৫৫ হাজার উওন ভাড়া গুনতে হবে।