২০১৭ সালে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া থেকে শত শত কোটি ওন মূল্যের ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা হাতিয়ে নিয়েছে- সোমবার এই অভিযোগ তুলেছে দক্ষিণ কোরিয়া।
উত্তর কোরিয়া এখনও দক্ষিণের ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্রতিষ্ঠানগুলোতে হ্যাকিং চালানোর চেষ্টা করছে বলেও অভিযোগে বলা হয়, খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র।
দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টারি ইনটেলিজেন্স কমিটি’র সদস্য কিম বাইউং-কি বলেন, “উত্তর কোরিয়া এমন ইমেইল পাঠিয়েছে যেগুলো ক্রিপ্টোকারেন্সি বিনিময় কেন্দ্রগুলো হ্যাকিং করতে পারে আর সেগুলোর গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ও শত শত কোটি ওন মূল্যের ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিতে পারে।”
একশ’ কোটি ওনের মূল্য ৯,১৭,০০০ ডলারের সমান।
কোন কোন বিনিময় কেন্দ্রগুলো হ্যাকড হয়েছে তা নিয়ে কোনো তথ্য প্রকাশ করেননি কিম। তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার গুপ্তচর সংস্থা মনে করে উত্তর কোরিয়া ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিতে বারবার এই বিনিময় কেন্দ্রগুলো হ্যাকিং করার চেষ্টা চালাচ্ছিল। সামনে আর কোনো হ্যাকিং ঠেকাতে দক্ষিণ কোরিয়া সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি।
বিডিনিউজ এর সৌজন্যে