অবৈধ অভিবাসীদের ৭ দিনের মধ্যে পাসপোর্ট সেবা দেয়ার ঘোষণা দিয়েছে কুয়েত দুতাবাস। ৫ ফেব্রুয়ারি কুয়েতে অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণার অষ্টম দিন ছিল। দূতাবাসে উপচেপড়া ভিড় দেখা গেছে।
যেসব বাংলাদেশিদের বৈধ আকামা নেই। এমনকি সময় মতো আকামা নবায়ন হয়নি, যারা কখনো আকামা লাগাতে সক্ষম হননি তারা এ সুবিধা গ্রহণ করতে পারবেন। এছাড়া যেসব অবৈধ অভিবাসী নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে চান তাদের আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে বলা হয়েছে।
এক্ষেত্রে, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, পুরাতন পাসপোর্ট কপি বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি বা জন্ম সনদের ফটোকপি বা নিজ এলাকা স্থানীয় চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদ।
এর আগে গত ৩১ জানুয়ারি সাধারণ ক্ষমার বিষয়ে দূতাবাস বিজ্ঞপ্তি প্রকাশ করেন। বলা হয়, অবৈধ বসবাসকারী (আকামা নম্বর ১৮ ও ২০) যাদের নামে পলাতক মামলা ছাড়া অন্য কোনো মামলা নেই কিংবা যাদের নামে কোনো ভ্রমণ নিষেধাজ্ঞা জারি হয়নি তারা বৈধ পাসপোর্টের মাধ্যমে সরাসরি দেশে ফিরতে পারবেন।
যাদের পাসপোর্ট নেই তারা ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরতে পারবেন। তাদেরকে দ্রুত দূতাবাস থেকে ট্রাভেল পারমিট সংগ্রহ করার অনুরোধ করা হয়েছে। যারা নতুন পাসপোর্ট নিয়েছেন তাদের বিভিন্ন সরকারি আওতায় রেসিডেন্সি ডিটেকটিভ বিভাগে গিয়ে ফরম পূরণ করে স্ট্রামড ডকুমেন্ট সংগ্রহ করতে হবে।
যাদের রেসিডেন্সি ডিটেকটিভ বিভাগে কোনো তথ্য পাওয়া যাবে না, তাদেরকে এ বিভাগ থেকে একটা ফরম দেয়া হবে। সেটা পূরণ করে ক্রিমিনাল এভিডেন্স ডিপার্টমেন্টে যোগাযোগ করতে হবে।