সৌদি আরবে অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমা শেষ হওয়ার পর গ্রেফতার অভিযান শুরু হয়েছে। গত নভেম্বর থেকে জানুয়ারির শেষ পর্যন্ত গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৫ লাখ। সৌদি গ্যাজেট থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বিধিমালা লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন সময় তাদের আটক করা হয়। এছাড়া ৯৭২ জনকে অবৈধ পরিবহন ও আশ্রয় দেয়ার জন্য আটক করা হয়। এদের মধ্যে ১৫১ জন সৌদি নাগরিক।
৮ হাজার ৩৯৩ জনকে শাস্তি দেয়া হয়েছে। এছাড়া ১ লাখ ৯ হাজার ৬৬২ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ৭১ হাজার ৭৪৯ জনকে দূতাবাসে হস্তান্তর করা হয়েছে।
চলমান এ অভিযান কবে নাগাদ শেষ হবে সে বিষয়ে কিছুই জানা যায়নি। আটকদের মধ্যে কতজন বাংলাদেশি আছে প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।