qatar-piyasকাতারে কর্মস্থলে দুর্ঘটনার শিকার হয়ে মোহাম্মদ পিয়াস (৩০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বাবা-মায়ের একমাত্র সন্তান ভাগ্যবদলের আশায় গত বছরের ঈদুল ফিতরের পর কাতারে নির্মাণকর্মী হিসেবে একটি প্রতিষ্ঠানে যোগ দেন পিয়াস।

২৩ জানুয়ারি দোহার বিন-মাহমুদ এলাকায় হামাদ হাসপাতালের পাশে দুপুর ১২টার দিকে কাজ করার সময় হঠাৎ ওপর থেকে মাথায় একটি ইট পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

chardike-ad

নিহতের বাড়ি ঢাকা জেলার দোহার উপজেলায়। মরহুম ওসমান মিয়ার একমাত্র সন্তান পিয়াস৷ পরিবারের আর্থিক অনটন দূর করতে এক বছর আগে প্রবাসে পাড়ি জমান এই যুবক। স্ত্রী ও এক সন্তান রয়েছে পিয়াসের।