malaishiyaহার্ট অ্যাটাকে মালয়েশিয়া স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. মোনায়েম খান (৪০) মারা গেছেন। (ইন্নালিল্লাহি……ইলাইহি রাজিউন)। সোমবার স্থানীয় সময় বিকেল ৩টায় কুয়ালালামপুর আমপাং হাসপাতালে মৃত্যুবরণ করেন।

টাঙ্গাইলের সিংহরাগী গ্রামের মোনায়েম খান এক যুগ ধরে মালয়েশিয়ায় বসবাস করছিলেন। মোনায়েমের মৃত্যুতে মালয়েশিয়া আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতারা সমবেদনা জানিয়েছেন।

chardike-ad

মালয়েশিয়া স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সাইদ সরকার বলেন, আইনি কার্যক্রম শেষে নিহতের মরদেহ দেশে পাঠানো হবে।