Search
Close this search box.
Search
Close this search box.

aamir-in-chinaবলিউডের জাইরা ওয়াসিম ও আমির খান অভিনীত ‘সিক্রেট সুপারস্টার’ ছবিটি এবার চীনে জাঁকিয়ে ব্যবসা করছে এমনটাই জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম আনন্দবাজার। প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যে ‘দঙ্গল’-এর রেকর্ডও ভেঙে ফেলেছে আমির প্রযোজিত এই ছবিটি।

জানা গেছে, মুক্তির দু’দিনের মধ্যেই চীনে ১০০ কোটি টাকার গণ্ডিও পার করে ফেলেছে ‘সিক্রেট সুপারস্টার’। যা ভারতীয় ছবির ইতিহাসে বিদেশে মুক্তির দু’দিনের মাথায় এত টাকার ব্যবসার রেকর্ড! যে ‘দঙ্গল’ চীনে বিরাট অঙ্কের ব্যবসা করেছিল, তাকেও পিছনে ফেলে এখন এক নম্বরে ‘সিক্রেট সুপারস্টার’।

chardike-ad

চীনের বক্স অফিস ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গত শুক্রবার মুক্তির দিনেই সিক্রেট সুপারস্টার-এর সংগ্রহ ছিল প্রায় ৪৩ কোটি টাকা। যেটা দঙ্গলের ক্ষেত্রে ছিল ১৫ কোটি টাকার মতো। আর দ্বিতীয় দিনে সিক্রেট সুপারস্টার প্রায় ৬৭ কোটি টাকার কাছাকাছি ব্যবসা করেছে। সব মিলিয়ে দু’দিনেই ‘সিক্রেট সুপারস্টার’-এর আয় দাঁড়িয়েছে প্রায় ১১০ কোটি টাকা।

উল্লেখ, চীনে বরাবরই জনপ্রিয় বলিউড অভিনেতা আমির খান। ‘দঙ্গল’ মুক্তির সময়েই চীনের মানুষের সেই উন্মাদনার প্রমাণ হাতেনাতে পেয়েছিলেন তিনি। ছবিটি খুব ভাল ব্যবসা করেছিল চিনে। ‘থ্রি ইডিয়টস্’ এবং ‘পিকে’ এই দুটি ছবিও চীনে ব্যবসার দিক থেকে বিশেষভাবে সফল হয়েছিল।