Search
Close this search box.
Search
Close this search box.

tiger-fightবাঘের সঙ্গে লড়াই করে ছোট ভাইকে বাঁচালেন ভারতীয় এক যুবক। তবে বাঘের আক্রমণে দুই ভাই জখম হয়েছেন। দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবর, শনিবার বিকালে মোল্লাখালীর কালীদাসপুর গ্রাম থেকে কাঁকড়া শিকারির একটি দল সুন্দরবনের খোলাখালী জঙ্গলে গিয়েছিল। এ সময় একটি বাঘ দিবাকর ও দেবব্রত সরকার নামে দুই ভাইয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে। দিবাকর নিজেকে বাঁচাতে পারলেও দেবব্রতকে বাঘ জঙ্গলে নিয়ে যেতে চেষ্টা করে। কিন্তু ভাইকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠেন দিবাকর।

chardike-ad

তিনি একটি লাঠি নিয়ে বাঘের ওপর ঝাঁপিয়ে পড়েন। বাঘে–মানুষে লড়াই বেধে যায়। বাঘ শিকার দেবব্রতকে ফেলে রেখে জঙ্গলে পালায়। পরে আহত ভাইকে নৌকোয় করে নিয়ে গোসাবা হাসপাতালে আসেন বড় ভাই।

রবিবার সকালে এ খবর ছড়িয়ে পড়ে। এলাকার মানুষ হাসপাতালে ওই দুই ভাইকে দেখতে ছুটে আসেন। দিবাকর জানান, বাঘের মুখ থেকে ভাইকে বাঁচাতে পেরেছি, এতেই আমি গর্বিত।