Search
Close this search box.
Search
Close this search box.

samsungবেজেলবিহীন ফোন তৈরি আরও সহজ করতে অনেক কোম্পানিই কাজ করে যাচ্ছে। প্রথমে সিনাপ্টিক্স ডিসপ্লের মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেয়ার মাধ্যমে স্ক্রিনের নিচের বেজেলের প্রয়োজন কমিয়ে দিয়েছে।

এবার স্যামসাং সরাসরি ডিসপ্লের মধ্যেই সেলফি ক্যামেরা বসানোর প্রযুক্তি প্যাটেন্ট করল। এর মাধ্যমে স্ক্রিনের মধ্যে কোনো কাটা অংশের প্রয়োজন হবে না।
নতুন প্যাটেন্টটি ওলেড ও অ্যামোলেড ডিসপ্লের পিক্সেলের মধ্যে ফাঁকা জায়গা ব্যবহারের মাধ্যমে ক্যামেরা কিভাবে কাজ করবে তা দেখিয়েছে। একই কায়দায় সিনাপ্টিক্সের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও ডিসপ্লে তলায় থেকেই কাজ করে।

chardike-ad

এ প্রযুক্তির মাধ্যমে সম্পূর্ণ বেজেলবিহীন ফোনের দিকে স্যামসাং আরও একধাপ এগিয়ে গেল। তবে এ প্রযুক্তির দেখা কবে নাগাদ বাজারে মিলবে সে বিষয় কিছু জানা যায়নি।