Search
Close this search box.
Search
Close this search box.

donald-trumpনতুন বাজেটে সিনেট ঐক্যমতে না পৌঁছায় দাপ্তরিকভাবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার ব্যবস্থা অচল বা শাটডাউন হয়ে গেছে। শনিবার মধ্যরাতে নির্ধারিত শেষ সময়ের মধ্যে সিনেটের ডেমোক্র্যাট ও রিপাবলিকান সদস্যদের ঐক্যমত না হওয়ায় এই সংকট দেখা দিয়েছে। সর্বশেষ ২০১৩ সালে ওবামা আমলে শাটডাউন হয়েছিল এবং তা ১৬ দিন স্থায়ী হয়েছিল।

বিবিসি জানিয়েছে, শেষ মুহূর্তের দ্বিপক্ষীয় বৈঠকের পরও আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারকে অর্থ বরাদ্দের বিলটি পাস হয়নি। বিলটি পাস হতে সিনেটের ৬০ ভোট প্রয়োজন ছিল।

chardike-ad

এর আগে প্রতিনিধি পরিষদে ২৩০-১৯৭ ভোটে বৃহস্পতিবার বিলটি পাস হয়েছিল। অবশ্য প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যই রিপাবলিকান দলের। সিনেটে একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় ঝামেলায় পড়তে হয়েছে রিপাবলিকানদের।

এই শাটডাউন বা অচলাবস্থার ফলে বিলে অনুমোদন না দেওয়ার আগ পর্যন্ত বেশ কিছু সরকারি দপ্তরের কার্যক্রম বন্ধ থাকবে। এর মধ্যে জাতীয় উদ্যান ও স্মৃতিসৌধগুলো রয়েছে। সর্বশেষ শাটডাউনের সময় এগুলো বন্ধ থাকায় জনগণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল।