পাকিস্তান আবারও কয়েকটি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে বলে ঘোষণা করেছে। নিজস্ব ক্ষেপণাস্ত্র কর্মসূচি জোরদারের জন্য এইসব পরীক্ষা চালাবে দেশটি। পাকিস্তানের উর্দু দৈনিক নাওয়ায়ে ওয়াক্ত শুক্রবার এ খবর দিয়ে আরও লিখেছে, দুই হাজার কিলোমিটারেরও বেশি পাল্লার নানা ক্ষেপণাস্ত্রের এইসব পরীক্ষায় জমাট বা সলিড জ্বালানী ব্যবহার করা হবে।
পাকিস্তান এমন সময় নানা ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে যখন তার প্রতিদ্বন্দ্বী ভারত গতকাল (বৃহস্পতিবার) পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি-৫ নামের আন্ত:মহাদেশীয় একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর কথা জানিয়েছে। ১৭ মিটার দীর্ঘ ওই ক্ষেপণাস্ত্রের পাল্লা ছিল ৫ হাজার কিলোমিটার এবং তা প্রায় দেড় টন ওজনের পরমাণু বোমা বহনে সক্ষম।
প্রতিদ্বন্দ্বিতা ও পারস্পরিক শত্রুতার কারণে পরমাণু বোমার অধিকারী ভারত ও পাকিস্তান ব্যাপক দারিদ্র এবং অর্থনৈতিক সংকট সত্ত্বেও সামরিক খাতে বিপুল অর্থ ব্যয় করে আসছে।