Search
Close this search box.
Search
Close this search box.

উত্তরের অঙ্গরাজ্যগুলোর কয়েকটিতে তাপমাত্রার রেকর্ড পরিমাণ কমে গেছে। মিনেসোটা, পেনসিলভানিয়া, নিউ জার্সি, নিউ ইয়র্ক,নিউ হ্যাম্পশায়ার, শিকাগো ও কানসাসের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। কানাডার কিছু অংশে মঙ্গল গ্রহের চেয়েও বেশি শীত পড়েছে বলে সেখানকার আবহাওয়া কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে বিবিসি।

তবে এই শীতের, এই তুষারপাতেরও যে সৌন্দর্য থাকে সেটাও অনুভব করেন অনেকে। যুক্তরাষ্ট্রের বোস্টনের ষাটোর্ধ লিজা গ্রীন এবারের এই বাড়তি শীতটা কাটাচ্ছেন অন্যভাবেই। ঘুরে বেড়াচ্ছেন জমাট বাঁধা বনের ভেতরে। হেঁটে বেড়াচ্ছেন জমে যাওয়া লেকের ওপর দিয়ে। হার্ভাড বিশ্ববিদ্যালয়ের এই অবসরপ্রাপ্ত শিক্ষিকার এখনকার নেশা ছবি তোলা। চলতি মাসের শেষ দিকে তার তোলা কিছু ছবি দেখে মনে হয় তীব্র শীতের কেবল ভয়ংকর রূপই থাকে না, কিছু ভয়ংকর সুন্দরও থাকে…

chardike-ad
liza-green
শীতের ফলেরা পরেছে বরফের পোশাক
liza-green
তুষারে জমাট বাঁধা বন
liza-green
স্পটিক রূপ পাওয়া পাইনের পাতারা
liza-green
বরফের জ্যাকেট পরা শাখা
liza-green
জমে যাওয়া হ্রদ
liza-green
শীতল সুন্দর
liza-green
পাতা থেকে নেমে আসা জমাট জলের ধারা
liza-green
শীতের সুন্দর
liza-green
শীত আর তুষারে নতুন পাতা
liza-green
মৃত ঘাসে বরফের প্রাণ
liza-green
বরফের ফুল
liza-green
লিজা গ্রীন, এবারের এই বাড়তি শীতটা কাটাচ্ছেন অন্যভাবেই