Search
Close this search box.
Search
Close this search box.

aiviহঠাৎ অসুস্থ হয়ে পড়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে তাকে ল্যাবএইড হাসপাতালে আনা হয়।

ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের চিফ কার্ডিয়াক অ্যানেসথেসিওলজিস্ট ডা. মাহবুবুল ইসলাম সাংবাদিকদের জানান, মেয়র সেলিনা হায়াৎ আইভীর শারীরিক অবস্থা বর্তমানে স্বাভাবিক রয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে মেয়রের নিজ কার্যালয়ে তিনি সেলিনা হায়াৎ আইভি অসুস্থ পড়েন।

chardike-ad

আইভির ব্যক্তিগত কর্মকর্তা আবুল হোসেন জানান, আজ বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে মেয়র নিজ কার্যালয়ে একটি জাতীয় দৈনিকের সাংবাদিকের সঙ্গে আলাপ করছিলেন। এ সময় তিনি অসুস্থ বোধ করেন। পরবর্তীতে বমি করেন।

তিনি বলেন, এ সময় মেয়রকে সিটি কর্পোরেশনের মেডিক্যাল অফিসার গোলাম মোস্তফার নেতৃত্বে একটি চিকিৎসক দল প্রাথমিক চিকিৎসা দেন। চিকিৎসকরা এ সময় তার প্রেসার লো পাচ্ছিলেন। তাকে তাৎক্ষণিক স্যালাইন পুশ করার সিদ্ধান্ত নেন তারা। পরে শারীরিক অবস্থার অবণতি হলে তাকে নিয়ে দ্রুত অ্যাম্বুলেন্সে করে ঢাকায় রওনা দেন চিকিৎসকরা।