বছরের শুরুটাতে সবাই একটু বেড়াতে ব্যস্ত থাকেন। মন মেজাজ ফুরফুরে রাখতে কিছুটা অবসর সময় কাটান তারকারাও। আর সেই অবসর কাটানোর কথা বলেই সম্প্রতি মালদ্বীপ পাড়ি জমিয়েছিলেন বলিউডের তারকা প্রেমজুটি রণভীর সিং ও দীপিকা পাডুকোন।
তবে চমকপ্রদ খবর হলো, গুঞ্জন শোনা যাচ্ছে ছুটি কাটানোর নাম করে বিদেশে বসে নিজেদের বাগদান সম্পন্ন করেছেন এ তারকা জুটি। মালদ্বীপে উপস্থিত ছিলো দুই পরিবারের অভিভাবকগণ।
ভারতীয় বেশ কিছু গণমাধ্যমে এ গুঞ্জনের পক্ষে বলা হচ্ছে, মাসখানেক আগেই রণভীর সিং তার পরিবারকে নিয়ে হাজির হয়েছিলেন বেঙ্গালুরুতে দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোনের বাড়িতে। সেখানেই নাকি ঠিক হয়ে গিয়েছিল দু’জনের বিয়ের তারিখ। এরপর দুই পরিবার একত্রে শুভকাজের ইঙ্গিত দিয়েছে।
এছাড়াও দীপিকার এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা একটি বিয়ের পোশাক ও হীরার গহনা পাঠানো হয়েছে দীপিকার বাড়িতে। এসব কিছুই প্রমাণ করে, আগে থেকেই ঠিক করা ছিলো বাগদানের প্রস্তুতি।
তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না আসায় ধোঁঁয়াশা রয়েই গেছে। তবে অপেক্ষার পালা শেষে গুঞ্জনই সত্যি হয় কিনা তাই দেখার অপেক্ষায় বলিউডপ্রেমীরা।