Search
Close this search box.
Search
Close this search box.

north-korea-hotline

আগামী মঙ্গলবার উচ্চ পর্যায়ের একটি বৈঠকে অংশ নিবে দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার প্রধান সংবাদ মাধ্যম ইয়নহাপ জানিয়েছে বৈঠকে ফেব্রুয়ারিতে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়ার অ্যাথলেটদের অংশগ্রহণ নিয়ে আলোচনার কথা রয়েছে।

chardike-ad

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নববর্ষের ভাষণে শীতকালীন অলিম্পিকে প্রতিনিধি পাঠানোর আগ্রহ প্রকাশ করেছিলেন। দুই দেশের মানুষের সংহতি প্রকাশের একটা ভালো সুযোগ বলেও তিনি মন্তব্য করেছিলেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন প্রতিক্রিয়ায় শীতকালীন অলিম্পিক শান্তিপ্রক্রিয়ার ক্ষেত্রভূমি হতে পারে বলে জানিয়েছিলেন।

দুই প্রেসিডেন্টের ইতিবাচক মন্তব্যের পর দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে দুই কোরিয়ার সীমান্তবর্তী নিরস্ত্র অঞ্চল পানমুজামে দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠকের প্রস্তাব দেওয়া হয়। এ এলাকায় আগেও বৈঠকে বসেছে দুই দেশ। সর্বশেষ ২০১৫ সালের ডিসেম্বরে ভেঙে যাওয়া আলোচনাও এখানে অনুষ্ঠিত হয়েছিল।

আগামী ফেব্রুয়ারিতে দক্ষিণ কোরিয়ার পিয়ংছাং শহরে অনুষ্ঠিত হবে শীতকালীন অলিম্পিকের ২৩তম আসর। এতে অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছেন উত্তর কোরিয়ার দুই ফিগারস্কেটার। এ ক্রীড়া আসরে নাম নিবন্ধনের সময়সীমা শেষ হলেও অলিম্পিক কমিটির আমন্ত্রণে অংশ নেওয়ার সুযোগ রয়েছে তাদের সামনে।