অবশেষে সব জ্বল্পনা-কল্পনা দূর করে মালয়েশিয়ায় শুরু হয়েছে ‘ঢাকা অ্যাটাক’সিনেমার প্রদর্শনী। গত বৃহস্পতিবার থেকে কুয়ালালামপুরের ছয়টি সিনেমা হলে চলছে বাংলাদেশের সিনেমা ‘ঢাকা অ্যাটাক’। দীপঙ্কর দীপন পরিচালিত প্রথম ছবি ‘ঢাকা অ্যাটাক’ এর আগে ছবিটি মুক্তি পেয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, কাতার আর ওমানে।
মালয়েশিয়ার প্রদর্শনীর জন্য নির্ধারিত ছয়টি সিনেমা হল হলো মালয়েশিয়ার টিজিভি সিনেমা জায়া শপিং সেন্টার, কেএলসিসি, রাওয়াং, কেপং, সানওয়ে পুত্রা ও শামেলেনি।
‘ঢাকা অ্যাটাক’ সিনেমায় অভিনয় করেছেন আরিফিন শুভ ও মাহিয়া মাহি, সৈয়দ হাসান ইমাম, আলমগীর, আফজাল হোসেন, লায়লা হাসান, তাসকিন রহমান, এ বি এম সুমন, শতাব্দী ওয়াদুদ, নওশাবা, শিপন মিত্র প্রমুখ।