প্রথম ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা বিগ ব্যাশে ১০০ ছক্কা হাঁকিয়েছেন ক্রিস লিন। ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার ব্রিসবেন হিটের হয়ে পার্থ স্কোরচার্সের বিপক্ষে ২০ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন লিন। ৫টি চার ২টি ছক্কায় ইনিংসটি সাজান অস্ট্রেলিয়ান এই ব্যাটসম্যান।
ওই ২টি ছক্কাতেই বিগ ব্যাশে ছক্কার সেঞ্চুরি পূর্ণ হয়েছে লিনের। ৪৮ ম্যাচে তার ছক্কা এখন ঠিক ১০০টি। তার ধারেকাছেও কেউ নেই। দ্বিতীয় সর্বোচ্চ ৫৮টি ছক্কা হাঁকিয়েছেন মেলবোর্ন রেনেগেডসের অ্যারন ফিঞ্চ।
বিগ ব্যাশে সর্বোচ্চসংখ্যক ছক্কার সেরা পাঁচ:
ক্রিস লিন – ১০০
অ্যারন ফিঞ্চ – ৫৮
ক্রিস গেইল – ৫১
ব্র্যাড হজ – ৫১
নিক ম্যাডিনসন – ৪৫
ক্রিকেট অস্ট্রেলিয়ার সৌজন্যে ১০০ সেকেন্ডে লিনের ১০০ ছক্কা দেখে নিন
https://www.facebook.com/cricketcomau/videos/10156024710749313/